Wellcome to National Portal
Main Comtent Skiped

Agreements
উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর।
এবং
অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল-এর মধ্যে স্বাক্ষরিত
 
বার্ষিক কর্মসম্পাদন সমঝোতা স্মারক
০১ জুলাই ২০১৭ - ৩০ জুন ২০১৮
 
সূচিপত্র
 
                                                        পৃষ্ঠা নং
কর্ম সম্পাদনের সার্বিক চিত্র . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . .   ০৩
উপক্রমণিকা . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ০৪
সেকশন ১ ঃ কার্যাবলী, 
          রূপকল্প (ঠরংরড়হ) অভিলক্ষ্য (গরংংরড়হ), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী ...........০৫
সেকশন ২ ঃ কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ .........৬-৯
সংযোজনী- ১ ঃ শব্দ সংক্ষেপ (অপৎড়সুসং) . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . .......১১
সংযোজনী- ২ ঃ কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী এবং পরিমাপ পদ্ধতি এর বিবরণ . . .. . . .১২-১৩
সংযোজনী- ৩ ঃ অন্যান্য দপ্তর/সংস্থার নিকট সুনির্দিষ্ট কর্মসম্পাদন চাহিদা সমূহ . . . .. . ...................১৪  
 
 
 
 
 
 
 
 
 
পৃষ্ঠা-১৪ এর ২
কর্মসম্পাদনের সার্বিক চিত্র (ঙাবৎারবি চবৎভড়ৎসধহপব)
 
সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এর ভবিষ্যৎ পরিকল্পনাঃ- 
 
সাম্প্রতিক বছরসমুহের (৩ বছর) প্রধান অর্জনসমুহঃ-
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকান্ডের মূল কেন্দ্রবিন্দুই হলো সরেজমিন উইং। সরেজমিন উইং এর আওতায় উপজেলা, জেলা, অঞ্চল পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গবেষণা প্রতিষ্ঠান উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি মূলতঃ সরেজমিন উইং কৃষকের নিকট সম্প্রসারণ করছে। মাঠ পর্যায়ে বার্ষিক কৃষি সম্প্রসারণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এ উইং এর মূল কাজ। ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ এর অধিন সরেজমিন উইং কৃষকের নিকট চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা ও আলুসহ শাক-সবজীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে বিগত তিন বছরে চালের মোট উৎপাদন হয়েছে ৭৪৯৯৭৯ মেঃ টন এবং অর্থবছরে মোট খাদ্যশস্যের (চাল+গম+ভূট্টা) উৎপাদন হয়েছে ২৪০৪৫৯ মেঃ টন। ফলে ২০১৪-১৫ এর তুলনায় ২০১৫-১৬ অর্থবছরে মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৪৯৫৭ মেঃ টন। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠির প্রায় অর্ধেক নারীকে কৃষিতে সম্পৃক্তায়নের লক্ষ্যে নারীসহ বিগত তিন বছরে প্রায় ৩৬১২০ কৃষক/কৃষাণীকে লাগসই আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 
 
সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ-
দেশে প্রতিবছর চাষযোগ্য জমি হ্রাস পাওয়ায় ক্রমবর্ধমান জনগোষ্ঠির বিশাল খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণার্থে টেকসই ফসল উৎপাদন নিশ্চিতকরণ, জলবায়ুগত পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা ও দূর্যোগপূর্ণ এলাকায় চাহিদা ভিত্তিক প্রযুক্তি সম্প্রসারণ, জমির স্বাস্থ্য, উর্বরতা শক্তি রক্ষার মাধ্যমে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি, ক্রপজোনিং, সেচ কার্যে ভূ-উপরিস্থ পানির দক্ষ ব্যবহার, সুষম মাত্রায় ও দক্ষভাবে সারসহ অন্যান্য উপকরণ ব্যবহার নিশ্চিতকরণ, খামার যান্ত্রিকরণ, দ্রুত ও সহজে প্রযুক্তি সম্প্রসারণে ই-কৃষি প্রবর্তন, গবেষণা-সম্প্রসারণ-কৃষক সমন্বয় সাধন শক্তিশালীকরণ, কৃষিতে নারীর সম্পৃক্তায়ন এবং দক্ষতা বৃদ্ধিকরণ, সম্প্রসারণ কর্মীর দক্ষতা উন্নয়ন এবং কৃষক/কৃষাণীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ। 
 
ভবিষ্যৎ পরিকল্পনাঃ-
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সার ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারণ, জলবায়ুগত পরিবর্তনের কারণে সম্ভাব্য দুর্যোগপ্রবণ এলাকার উপযোগী কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচ কার্যে ভূ-উপরিস্থ ও বৃষ্টির পানির দক্ষ ব্যবহার, চাষী পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, মানসম্পন্ন ও রফতানীযোগ্য ফল, সবজী চাষ এলাকা সম্প্রসারণ, বসতবাড়ির আঙ্গিনার কার্যকর ব্যবহার, শস্য বিন্যাসে ডাল, তেল, মসলা ও সবজীজাতীয় ফসল অর্ন্তভূক্ত করে ফসলের বহুমুখীতা এবং নিবিড়তা বৃদ্ধি, “বাংলা গ্যাপ” সুচনা এবং বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, সম্প্রসারণ কর্মীর প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, কৃষক/কৃষাণীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিকরণ, দ্রুত প্রযুক্তি বিস্তারে ই-কৃষি প্রবর্তন, খামার যান্ত্রিকীকরণ শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন। 
 
২০১৬-১৭ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ-
* সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরে চালের মোট উৎপাদন ২৩৭৬০১ মেঃ টন এবং মোট খাদ্য শস্যের উৎপাদন লক্ষ্যমাত্রা ২৪৪৭৮৫ মেঃ টন। 
* লাগসই আধুনিক প্রযুক্তির উপর ৫১২০ জন কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান। 
* আধুনিক প্রযুক্তির উপর ৭০৪৩ জন সম্প্রসারণ কর্মীকে প্রশিক্ষণ প্রদান। 
* আধুনিক জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ১৫৮০ টি প্রদর্শণী স্থাপন। 
* কৃষক পর্যায়ে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের সুষম ব্যবহার বৃদ্ধিকরণ এবং ফসল আবাদে ৩০% জমিতে গুটি ইউরিয়ার ব্যবহার নিশ্চিতকরণ। 
* জমিতে জৈব সার প্রয়োগ উৎসাহিতকরণে ৪১২৫ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং কৃষকের বসতভিটার ৪৭৪৫ খামারজাত সারের স্তুপ স্থাপন।    
পৃষ্ঠা- ১৪ এর ৩
 
 
 
উপক্রমণিকা (চৎবধসনষব)
 
সরকারী দপ্তর/ সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে-
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতাধীন 
উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর।
এবং 
অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল
এর মধ্যে ২০১৭ সালের জুলাই মাসের ০১ তারিখে এই বার্ষিক 
কর্মসম্পাদন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল। 
এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী উভয় পক্ষ নি¤েœলিখিত বিষয়সমূহে সম্মত হলেন ঃ 
 
 
 
 
 
পৃষ্ঠা- ১৪ এর ৪
 
সেকশন-১ঃ
 
সরেজমিন উইং এর রূপকল্প (ঠরংরড়হ), অভিলক্ষ্য (গরংংরড়হ), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি। 
 
১.১ রূপকল্প (ঠরংরড়হ)ঃ 
ফসলের টেকসই উৎপাদন ও উৎপাদনশীলতা। 
 
১.২ অভিলক্ষ্য (গরংংরড়হ)ঃ 
সকল শ্রেণীর কৃষকদের চাহিদাভিত্তিক দক্ষ, ফলপ্রসূ ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফসলের টেকসই উৎপাদন ও উৎপাদনশীলতা নিশ্চিতকরণ। 
 
১.৩ কৌশলগত উদ্দেশ্যসমুহ (ঝঃৎধঃবমরপ ঙনলবপঃরাবং)ঃ 
১। ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি;
২। সম্প্রসারণ কর্র্মী, কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়ন ;
৩। কৃষি উপকরণের সহজলভ্যতা ও সরবরাহ বৃদ্ধিকরণ;
৪। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থাপনার উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ। 
 
১.৪ঃ কার্যাবলী (ঋঁহপঃরড়হং)ঃ 
১। কৃষকের মাঝে উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ (কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠ প্রদর্শণী, চাষী র‌্যালী, উদ্ভুদ্ধকরণ ভ্রমণ, কৃষি প্রযুক্তি মেলা, কর্মশালা, সেমিনার ইত্যাদি)। 
২। সম্প্রসারণ কর্মী ও কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ
৩। সার ও সারজাতীয় দ্রব্যের সরবরাহ ও বাজারজাতকরণ নিবন্ধন প্রদান ও নিবন্ধন নবায়ন। 
৪। কৃষি গবেষনা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন ও উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ। 
৫। কৃষি উপকরণ (সার ও বালাইনাশক) সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিসিআইসি অনুমোদিত সার ডিলার নিয়োগে সহায়তা প্রদান, খুচরা সার বিক্রেতা ও বালাইনাশক ডিলার নিয়োগ প্রদান। 
৬। মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সুষমসার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণ। 
৭। পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন, এবং সেচ কার্যে ভূ-উপরিস্থ পানির দক্ষ ব্যবহারে কৃষকদের উৎসাহিতকরণ। 
৮। কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ। 
৯। সেচ এলাকা বৃদ্ধি এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে উৎসাহিতকরণ। 
১০। সুষমমাত্রায় সার ও অন্যান্য কৃষি উপকরণের দক্ষ ব্যবহারে  কৃষকদেরকে উৎসাহিতকরণ/পরামর্শ প্রদান। 
১১। দূর্যোগ প্রবণ এলাকায় ঘাত সহিষ্ণু জাত ও চাহিদাভিত্তিক প্রযুক্তি সম্প্রসারণ। 
১২। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি পুনর্বাসন এবং উৎপাদানে উৎসাহিত করার লক্ষ্যে প্রনোদনা সহায়তা প্রদান। 
১৩। শস্য বিন্যাসে ডাল, তেল ও সবজী জাতীয় ফসল অর্ন্তভূক্তির মাধ্যমে ফসলের বহূমুখীতা ও নিবিড়তা বৃদ্ধিকরণ। 
১৪। আউশ, আমন ও বোরো ধান ক্ষেতে ১০০% পার্চিং নিশ্চিকরণ। 
১৫। কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষককে সহায়তা প্রদান। 
১৬। কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন। 
১৭। জাতীয় বীজ বোর্ডের অনুমোদনের নিমিত্ত নতুন বীজের মাঠ মুল্যায়নে বীজ প্রত্যয়ন এজেন্সীকে সহায়তা প্রদান। 
১৮। বিভিন্ন ফসলের বীজ উৎপাদনের নিমিত্ত লক্ষ্যমাত্রা নির্ধারনে এবং উৎপাদিত বীজ বিতরণে বিএডিসিকে সহায়তা প্রদান। 
১৯। খাদ্যশস্য সংগ্রহের নিমিত্ত মুল্য নির্ধারণে বিভিন্ন ফসলের উৎপাদন খরচ নিরুপণ করে মন্ত্রণালয়কে সহায়তা প্রদান।   
 
পৃষ্ঠা- ১৪ এর ৫  
সেকশন-২
কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদনসূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ
কৌশলগত উদ্দেশ্য (ঝঃৎধঃবমরপ ঙনলবপঃরাবং) কৌশলগত উদ্দেশ্যের নাম (ডবরমযঃ ড়ভ ংঃৎধঃবমরপ ঙনলবপঃরাবং) কার্যক্রম (অপঃরারঃরবং) কর্মসম্পাদন সূচক (চবৎভড়ৎসধহপব ওহফরপধঃড়ৎং) একক (টহরঃ) কর্মসম্পাদন সূচকেরমান (ডবরমযঃ ড়ভ ঢ়বৎভড়ৎস ধহপব ওহফরপধঃড়ৎং) প্রকৃত অর্জন লক্ষ্যমাত্রা/নির্ণয়ক ২০১৭-১৮ 
(ঞধৎমবঃ/ঈৎরঃবৎরধ ঠধষঁব ভড়ৎ ঋণ ২০১৭-১৮) প্রক্ষেপণ (ঢ়ৎড়লবপঃরড়হ) ২০১৮-১৯ প্রক্ষেপণ (ঢ়ৎড়লবপঃরড়হ) ২০১৯-২০
২০১৫-১৬ ২০১৬-১৭ অসাধারন অতি উত্তম উত্তম চলতিমান চলতি মানের নি¤েœ
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
অঞ্চল এর কৌশলগত উদ্দেশ্যসমূহঃ
১। ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি ৬১ ১. উদ্ভাবিত প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারণ ১.১.১ প্রশিক্ষিত কৃষক/কৃষাণী সংখ্যা (হাজার) ২০ ১৮.৬৩৫ ১৬.২৮৮ ৭.৫ ৬.০
১.১.২ স্থাপিত প্রদর্শনী সংখ্যা (হাজার) ১৮ ২.৫০ ৪.৭৫৫ ১.০০ ০.৮০
১.১.৩ আয়োজিত কর্মশালা/সেমিনার সংখ্যা ৩ ৩ ২ ২ ১
১.১.৪ মাঠ দিবস/চাষীর‌্যালী সংখ্যা ৪ ৩২৬ ২৬৩ ৭০ ৬০
১.১.৫ কৃষি মেলা
সংখ্যা ৪ ১৭ ১৫ ৮ ৭
১.১.৬ উদ্ভুদ্ধকরণ ভ্রমন
সংখ্যা ৩ ২০ ২৪ ১০ ৮
১.২ গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদারকরণ
১.২.১ উঅঞঈঈ সভা
 
সংখ্যা ২ ১ ৪ ৪ ৩
১.২.২ সর্বশেষ উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারিত সংখ্যা ২
১.৩ দলীয় পদ্ধতিতে সম্প্রসারণ সেবা প্রদান ১.৩.১ গঠিত কৃষক গ্রুপ/ক্লাব সংখ্যা ৩
 
৬৫ ৩৫৩ ৭০ ৫০
 
 
 
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১.৪ খাদ্যমান ও পুষ্ঠি বিষয়ে প্রচারনা, প্রকাশনা সভা ও কর্মশালার মাধ্যমে সচেনতা বৃদ্ধি ১.৪.১ প্রশিক্ষিত ব্যক্তি/কৃষক সংখ্যা ২ ১৮৬৩৫ ১৬২৮৮ ৭.৫ ৬.০
২। সম্প্রসারণ কর্মদের,প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ ৬ ২.১ আধুনিক প্রযুক্তির উপর সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান। ২.১.১ প্রশিক্ষিত সম্প্রসারণ কর্মী সংখ্যা ৬ ৩৮০ ৪০৫ ২০০ ১৫০
৩। কৃষি উপকরণের সহজ লভ্যতা ও সরবরাহ বৃদ্ধিকরণ ৮ ৩.১ ভিত্তি প্রত্যায়িত মানঘোষিত বীজ, উৎপাদন ও বিতরণ ৩.১.১ বিতরণকৃত মানসম্পন্ন বীজ মেঃ টন ৮ ১২০ ৬৭.৬৫ ৫০ ৪৫
৩.২ সার ও বালাইনাশক কৃষক পর্যায়ে সহজলভ্যকরণ ৩.২.১ বিতরণকৃত ইউরিয়া ও নন-ইউরিয়া সার মেঃ টন ৪ ১১৩৩৫ ১১২২৫ ১২৮৭০ ১২৬৭০
৪। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থাপনার উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ ১০ ৪.১ জৈব সার, সবুজ সার ও কম্পোষ্ট ও ভার্মি কম্পোষ্ট সার ব্যবহার বৃদ্ধিকরণ ৪.১.১ প্রশিক্ষিত সম্প্রসারণ কর্মী ও কৃষক সংখ্যা ৪ ১৯০১৫ ১৬৬৯৩ ৭৭০০ ৬১৫০
৪.১.২ স্থাপিত খামারজাত সার সংখ্যা (হাজার) ৩ ০.৬৫০ ৪.৭৪৫ ৫.০ ৪.৫০
৪.১.৩ স্থাপিত ধৈঞ্চা প্রদর্শনী (সবুজ সার হিসেবে) (ভার্মি কম্পোষ্ট প্রদর্শনী) সংখ্যা ৩ ২৫ ২৫১ ২৫৫ ২৩০
 
পৃষ্ঠা-১৪ এর ৭ 
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
বাধ্যতামূলক কৌশলগত উদ্দেশ্যসমূহ ঃ
১। দক্ষতার সংগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন।    
 
 
 
 
৩ ১.১ 
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর। নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি স্বাক্ষরিত। তারিখ ১ - ৩০ জুন ২০১৬ ৩০ জুন ২০১৭
১.২ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ। দাখিলকৃত অর্ধবার্ষিক ও ত্রৈমাসিক প্রতিবেদন। সংখ্যা ১ - ৭ ৭
১.৩ মাঠ পর্যায়ের কার্যালয় সমূহের  সংগে বার্ষিক কর্মসম্পাদন সংক্রান্ত  সমঝোতা স্মারক স্বাক্ষর। সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত পরিপত্র জারিকৃত। তারিখ ১
২। দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন। 
 
৩ ২.১ কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ আয়োজন। প্রশিক্ষনের সময়। ঘন্টা ১ ১৯০০ ৪৬৯০ ২০০০ ১৮০০
২.২ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন। দপ্তর/সংস্থার নৈতিকতা কমিটি গঠিত। তারিখ ১
দপ্তর/সংস্থার শুদ্ধাচার কর্মপরিকল্পানা প্রণীত। তারিখ ১ ৩০ জুন ২০১৬ ৩০ জুন ২০১৭
।৩। তথ্য অধিকার ও স্বপ্রনোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন। ২ ৩.১ তথ্যপ্রকাশ নির্দেশিকা বাস্তবায়ন। মন্ত্রনালয়ের তথ্য প্রকাশ নির্দেশিকা অনুসারে তথ্য প্রকাশিত। % ১
৩.২ আওতাধীন দপ্তর/সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ। দপ্তর/সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও যোগাযোগের ঠিকানার সঙ্কলন ওয়েবসাইটে প্রকাশিত। তারিখ ০.৫
৩.৩ দপ্তর/সংস্থার বার্ষিক প্রতিবেদন প্রণয়ন। দপ্তর/সংস্থার বার্ষিক প্রতিবেদন 
ওয়েবসাইটে প্রকাশিত। তারিখ ০.৫
পৃষ্ঠা ১৪ এর ০৮
 
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
৪। উদ্ভাবন ও অভিযোগ প্রতিকারের মাধ্যমে সেবার মান উন্নয়ন।    
 
 
 
 
৫ ৪.১ পরিবর্তিত ফরম্যাটে দপ্তর/বিভাগ এবং মাঠ পর্যায়ের দপ্তর সমূহে সিটিজেনস চার্টার প্রনয়ন। পরিবর্তিত ফরম্যাটে দপ্তর/বিভাগ এবং মাঠ পর্যায়ের দপ্তর সমূহে সিটিজেনস চার্টার ওয়েবসাইটে প্রকাশিত। তারিখ
৪.২ অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন। দপ্তর/সংস্থার অভিযোগ প্রতিকার ফোকাল পয়েন্ট নিয়োগকৃত। তারিখ
নাগরিকের নিকট হতে প্রাপ্ত অভিযোগ নিস্পত্তিকৃত। %
৪.৩ সেবা প্রক্রিয়ায় উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়ন। দপ্তর/সংস্থার কমপক্ষে একটি করে অনলাইন সেবা চালুকৃত। তারিখ
দপ্তর/সংস্থার কমপক্ষে একটি করে সেবাপ্রক্রিয়া সহজীকৃত। তারিখ
৫। আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।  ২ ৫.১ বাজেট বাস্তবায়ন কমিটির কর্মপরিধি যথাযথভাবে অনুসরণ। বাজেট বাস্তবায়ন পরিকল্পনা 
(ইঁফমব ওসঢ়ষবসবহঃধঃরড়হ চষধহ  ) প্রণীত ও দাখিলকৃত ত্রৈমাসিক বাজেট  বাস্তবায়ন প্রতিবেদন। সংখ্যা
৫.২ অডিট আপত্তি নিস্পত্তি কার্যক্রমের উন্নয়ন। বছরে অডিট আপত্তি নিস্পত্তিকৃত %
                                                                                                                   
পৃষ্ঠা ১৪ এর ০৯
 
 
 
 
 
আমি, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর, 
অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল এর নিকট অঙ্গীকার করছি যে, এই সমঝোতা স্মারকে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকব।  
 
 
 
আমি, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল,
উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর, এর নিকট অঙ্গীকার করছি যে, এই সমঝোতা স্মারকে বর্ণিত ফলাফল অর্জনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব। 
 
 
 
 
 
উপ পরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 
খামারবাড়ি, পিরোজপুর
  তারিখ ঃ ১৮/০৫/২০১৭ খ্রিঃ
 
 
 
 
 
 
 
অতিরিক্ত পরিচালক 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
বরিশাল অঞ্চল, বরিশাল।
  তারিখঃ